top of page
  • Writer's picturemonoranjan das

The Winter

শীতের সকাল

মনোরঞ্জন দাসঅতিরিক্ত বর্ষায় প্রকৃতির ক্ষয় -ক্ষতি হয়েছে ,

মানুষের মনের মধ্যেও অবনতি ঘটেছে।

তবু শারদীয়া উৎসবে মনে একটু পরিবর্তন দেখা দিয়েছে ,

ঠিক তার পিছু ধরে শীতের আগমন ঘটেছে।

যদিও এরই মধ্যে কালী মায়ের আরাধনা শুরু হবে,

সময়ের লীলা-খেলা মানুষ বুঝবে কিভাবে ?

প্রকৃতি মানুষকে ভয়ভীত করে ,

আবার কখনও উৎসাহিত করে।

তাই মানুষ সব ভুলে শুধু বাঁচার চেষ্টা করে,

কখনো সময়ের ,কখনো ঈশ্বরের আরাধনা করে।

শীতের সকাল বেলায় শুরু হয়ে গেল ,

উঁচু উঁচু তাল গাছের মধুর রস পাড়ার ঘন্টা।
কত কষ্ট সেই সব মানুষদের ,

যারা এই রস গুলো থেকে গুড় তৈরী করে.

এই কাজে তাদের পরিবারের সকলে নিযুক্ত থাকে,

রস থেকে গুড় তৈরী করে নির্দিষ্ট পাকে।

ওরা যখন ওদের কাজে ব্যস্ত থাকে ,

তখন আমরা লেপের তলার গরম কে জড়িয়ে থাকি।

দুধ ওয়ালা দুধ দিয়ে যায় শীতের সকালে ,

খবরের কাগজ পাওয়া যায় দীপেন বাবু এলে।

এই শীতের সকালে রাজুর বাবার বাস ধরার পালা ,

ভোরের ট্রেন ধরার জন্য বিমান ছুটছে মাথায় নিয়ে মাছের ডালা।


শীতের সকালে শিশিরের অপরূপ রূপ--

দেখতে ভালো লাগে ,

যখন সূর্যের আলো শিশির বিন্দুর উপর পড়ে ,

হীরার মতো চমক জাগে।

শীতের সকালে গরম চায়ের কাপে চুমকু ,

এই স্বাদ যেন চিরদিন স্মৃতি হয়ে থাকুক।

পদ্ম পাতার উপর শিশিরের বিন্দু টলমল করে,

মনের ভেতরটাও যেন আনন্দে ঝলমল করে।


কুয়াশায় চারিদিক কেমন যেন সাদা চাদরে মুড়ে রাখে ,

ঠিক যেন মা তার সন্তানকে আগলে থাকে।


শীত এলেই মনে পড়ে পশমের পোশাক ,

ফুলকপি ,বাঁধাকপি ও পালং শাক.

শীতকাল মানেই নানান রকমের পিঠের ঝুলি ,

আর শান্তিনিকেতনের সেই সহজ পাঠের বুলি।

আমের মুকুল আর ভ্র্রমরের গুঞ্জন ,

শীতের সকালে সুর তোলে বোষ্টমির খঞ্জন।


------------********----------------

Please comment, share and follow me. Thanks for supporting me.

Please visit my site MONORANJANTALKS.COM

and

MONORANJANTALKSBLOGSPOT.COM
1 view0 comments

Recent Posts

See All

My Pets

মিঠাই রাণী মনোরঞ্জন দাস মিঠাই রাণী , মিঠাই রাণী , কোথায় তুমি আছো ? আমি আছি তিমায়ের কাছে। মিঠাই রাণী ,মিঠাই রাণী , কতো তুমি ভালো। আমি ভালো তোমার মতো , তুমি যেমন ভালো। মিঠাই রাণী ,মিঠাই রাণী , কোথায়

Raas Purnima

রাস পূর্ণিমা মনোরঞ্জন দাস আজ রাস পূর্ণিমা , খুব সুন্দর সাজে সেজেছে চন্দ্রীমা। অপরূপ রূপের অধিকারী , তার তুলনা একটু না হয় করি। গতকাল আমি অনেক ভেবেছি , একবার এটা তো একবার ওটা করেছি। আসলে জীবনে আমরা যা

Bengal Tiger

দাদা মনোরঞ্জন দাস বাংলার দাদার প্রথম পায়ের ছোঁয়া পেয়েছিল , কলকাতার বেহালা ,সেখানেই তার জন্ম হয়েছিল। ৮ই জুলাই ১৯৭২ সালে তার জন্ম হয়েছিল , মাতা নিরূপা গাঙ্গুলীর কোল আলো করেছিল। পিতা চন্ডীদাস গাঙ্গুল

Comentarios


bottom of page